রেখা কাকে বলে?

রেখা কাকে বলে?

রেখা হলো একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে সৃষ্ট পথবিশেষ। রেখার কোন প্রান্ত বিন্দু থাকে না।

যার দৈর্ঘ্য আছে, কিন্তু কোন প্রস্থ নাই তাকেই রেখা (Line) বলে।


রেখার প্রকারভেদ

রেখা মূলত দুই প্রকার। যথা -

ক) সরলরেখা ও 

খ) বক্ররেখা।

ক) সরলরেখাঃ যদি কোন বিন্দু সরল পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে সরলরেখা (Straight Line) বলে।

খ) বক্ররেখাঃ যদি কোন বিন্দু আঁকা বাঁকা পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে বক্ররেখা (Curved Line) বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url