ব্যঞ্জন সন্ধি কাকে বলে?

ব্যঞ্জন সন্ধি কাকে বলে?

স্বর ও ব্যঞ্জন অথবা ব্যঞ্জন অথবা স্বর মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।

১. প্রথম ধ্বনি অঘোষ এবং পরের ধ্বনি ঘোষ হলে, দুয়ে মিলে ঘোষ ধ্বনির দ্বিত্ব হয়। 

যেমন : তত + দিন = তদ্দিন ইত্যাদি।

২. র ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র্ লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনির দ্বিত্ব হয়।

যেমন : চার + দিন = চাদ্দিন, চার + শ = চাশ্শ, চার + টি = চাট্টি ইত্যাদি।

৩. চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি থাকে তাহলে ত বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। 

যেমন : নাত + জামাই = নাজ্জামাই, বদ + জাত = বজ্জাত ইত্যাদি।

৪. ত্ এর পর 'স' থাকলে উভয় মিলে চ্ছ হয়। 

যেমন : উৎ + সন্ন = উচ্ছন্ন, বৎ + সর = বচ্ছর, কুৎ + সিত = কুচ্ছিত ইত্যাদি।

৫. চ ও ত এর পরে 'শ' থাকলে চ ও ত এর স্থলে শ হয়।

যেমন : পাঁচ + শ = পাঁশশ, সাত + শ = সাশশ ইত্যাদি।

৬. হসন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না।

যেমন : বোন + আই = বোনই, চুন + আরি = চুনারি, তিল + এক = তিলেক, বার + এক = বারেক, ঘাট + এর = ঘাটের ইত্যাদি।

৭. প্রথমে স্বরধ্বনি পরে ব্যঞ্জন ধ্বনি পরে ব্যঞ্জন ধ্বনি থাকলে সন্ধির সময় স্বরধ্বনির লোপ হয়।

যেমন : কাঁচা + কলা = কাঁচকলা, ঘোড়া + দৌড় = ঘোড়াদৌড়, নাতি + বৌ = নাতবৌ ইত্যাদি।

খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার না থাকায় খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি নেই।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url