সরলরেখা কাকে বলে? সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক কি? সরলরেখার বৈশিষ্ট্য

আমরা জানতে পারবো -

  • সরল রেখা কি?
  • সরলরেখা কাকে বলে?
  • সরলরেখার সংজ্ঞা
  • সরলরেখার বৈশিষ্ট্য

সরলরেখা কাকে বলে?

যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা (Straight Line) বলে।

কোনো বিন্দুর সঞ্চার পথ যদি গতির দিক পরিবর্তন না করে একই রেখা বরাবরে অবস্থান করলে ঐ বিন্দুর সঞ্চারপথকে সরলরেখা বলে। 

এককথায়, সরলরেখা বলতে সোজাসুজি রেখাকে বোঝায় যাতে কোনো প্রকার বক্রতা বা ঢালুতা পরিলক্ষিত হয় না।

সরলরেখা



সরলরেখার বৈশিষ্ট্য

১) সরলরেখার উৎপত্তি রেখা থেকে।

২) সরলরেখার কোনো প্রান্ত বা শেষ বিন্দু নেই।

৩) সরলরেখা নিজেকে কখনো নিজে ছেদ করতে পারে না।

৪) সরলরেখা থেকেই রেখাংশ বা রশ্মির উৎপত্তি।

৫) একটি সরলরেখা অপর একটি সরলরেখার সমতলে অবস্থান করলে তাদের সমান্তরাল সরলরেখা বলে।

৬) সরলরেখার কোনো প্রস্থ নেই।


সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক

সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক নিচে দেওয়া হলো -

১) একটি সরলরেখা একটি সমতলের সঙ্গে সমান্তরাল হলে এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না।

২) একটি সরলরেখা কোনো সমতলকে ছেদ করলে এদের মধ্যে মাত্র একটি সাধারণ বিন্দু থাকবে।

৩) যদি কোনো সরলরেখা ও সমতলের দুইটি সাধারণ বিন্দু থাকে, তাহলে সম্পূর্ণ সরলরেখাটি ঐ সমতলে অবস্থিত হবে।

আরো পড়ুনঃ

👉  ব্যস্ত অনুপাত কাকে বলে?

👉  একান্তর কোণ কাকে বলে?

👉  সরলরেখা কাকে বলে? সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক কি?

👉  প্রকৃত মান কাকে বলে?

👉  লগারিদম কাকে বলে?

👉  রেখাংশ কাকে বলে?

👉  উপাত্ত কাকে বলে? উপাত্তের বৈশিষ্ট্য, উপাত্তের প্রকারভেদ

👉  পরিসীমা কাকে বলে?

👉  ফাংশন কাকে বলে?

👉  বিন্দু কাকে বলে?

👉  বর্গমূল কাকে বলে?

👉  লেখচিত্র কাকে বলে? লেখচিত্রের শ্রেণিবিভাগ

Next Post Previous Post
1 Comments
  • Aomanisha
    Aomanisha ৩১ মার্চ, ২০২২ এ ১০:৫০ AM

    Gd

Add Comment
comment url