উপাত্ত কাকে বলে? উপাত্তের বৈশিষ্ট্য, উপাত্তের প্রকারভেদ
উপাত্ত (Data) কাকে বলে?
- উপাত্ত বলতে এমন কিছু তথ্যকে বোঝায় যা নির্দিষ্ট কোনো চলকের বা এক সেট চলকের গুণগত ও পরিমাণগত ধর্মাবলিকে প্রকাশ করে।
- পরিসংখ্যান গবেষণায় প্রধান কাঁচা উপাদান হলো উপাত্ত।
উপাত্তের প্রকারভেদ
- গুণবাচক (Qualitative) উপাত্ত
- পরিমাণবাচক (Quantitative) উপাত্ত।
গুণবাচক উপাত্ত
উদাহরণস্বরূপ, কোনো কৃষিবিদ ক্ষেতের পোকা-মাকড় মারার জন্য ঔষধ ছিটিয়েছেন এবং লক্ষ্য করেছেন ঐ ঔষধ কার্যকরী কি-না। এক্ষেত্রে কার্যকর বা কার্যকর নয়, এমন উপাত্তকে গুণবাচক উপাত্ত বলে। আবার কোন অনুসন্ধ্যানে যদি জানতে চাওয়া হয় যে কত লোকের চুল সাদা বা কতজনের অন্য রঙের চুল আছে এ সমস্ত ক্ষেত্রে যে উপাত্ত পাওয়া যায় সেগুলোকে বলা হয় গুণবাচক উপাত্ত।
পরিমাণবাচক উপাত্ত
যখন কোনো গবেষক কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্যকে পরিমাণগতভাবে পরিমাপ করে তখন সে উপাত্তকে পরিমাণবাচক উপাত্ত বলে।
উদাহরণস্বরূপ, বিভিন্ন লোকের বয়স, আয়, পারিবারিক জরিপে পরিবারের লোক সংখ্যা, আবাদী জমির পরিমাণ, গৃহপালিত পশুর পরিমাণ, উৎপন্ন ফসলের পরিমাণ ইত্যাদি পরিমাপযোগ্য উপাত্তকে পরিমাণবাচক উপাত্ত বলে।
চলক কাকে বলে?
পরিমাণযোগ্য উপাত্ত গুলোর মানের একটি সীমা আছে তাই এ উপাত্তগুলোকে চলক (variable) বলে।
চলকের প্রকারভেদ
চলক দুই প্রকার। যথাঃ
- বিচ্ছিন্ন চলক (Discrete variable)
- অবিচ্ছিন্ন চলক (Continuous variable)
বিচ্ছিন্ন চলক
যে চলক শুধু গোটা গোটা মানের রাশি হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন, কোনো পরিবারের সদস্য সংখ্যা, টিউটোরিয়াল কেন্দ্রর শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি এ সমস্ত চলকের মান সাধারণত ভগ্নাংশ হয় না।
Comments
Post a Comment