রেখা কাকে বলে?

রেখা কাকে বলে?

যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে রেখা বলে। 

অসীম দৈর্ঘ্য বলতে বুঝায়, রেখার দৈর্ঘ্য উভয়দিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান। তাই রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এটি সোজা দৈর্ঘ্য বরাবর উভয়দিকে অসীম পর্যন্ত চলমান। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই বলে রেখাকে ইচ্ছামত উভয় দিক বরাবর বাড়ানো যায়।


রেখার প্রকারভেদ

রেখা প্রধানত দুই প্রকার। যথা -

১। সরলরেখা

২। বক্ররেখা।


১। সরলরেখাঃ একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোন প্রকার দিকের পরিবর্তন না হয় তবে তাকে সরলরেখা বলে।


২। বক্ররেখাঃ একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি দিক পরিবর্তন হয় তবে তাকে বক্ররেখা বলে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ২২ মার্চ, ২০২১ এ ৪:০৩ PM

    Thanks 👍👍
    For gd ans

Add Comment
comment url