গুণিতক কাকে বলে?

গুণিতক কাকে বলে?

  • কোনো সংখ্যাকে পূর্ণসংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ঐ সংখ্যার গুণিতক বলে।

  • গুণিতকের অন্য নাম ‘নামতা’।
যেমন: ৩- কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, সেগুলোই হলো ৩ এর গুণিতক।
৩ × ১ = ৩
৩ ×২ = ৬
৩ × ৩ = ৯
৩ × ৪ = ১২
৩ × ৫ = ১৫
এভাবে, ৩, ৬, ৯, ১২, ১৫......ইত্যাদি হলো ৩ এর গুণিতক।

৬-এর গুণিতকসমূহ ৬, ১২, ১৮, ২৪...... ইত্যাদি।

গুণিতকের বৈশিষ্ট্য

  • ০ (শূন্য) সকল সংখ্যার গুণিতক।

  • গুণিতকগুলো দ্বারা এর গুণনীয়ককে ভাগ করলে একটি মূলদ সংখ্যা পাওয়া যাবে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url