মুত্তাকী কাকে বলে?

মুত্তাকী কাকে বলে?

ইসলামী মতে, যাদের অন্তরে আল্লাহর ভয় (তাকওয়া) আছে এবং যারা পাপ থেকে বেঁচে থাকেন তাদেরকে মুত্তাকী বলে।

যদি কারো প্রতি ক্রোধ জাগ্রত হয়, এ অবস্থায় যদি আল্লাহর ভয়ে সীমালঙ্ঘন থেকে বিরত থাকার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে মুত্তাকী হিসেবে গণ্য হয়।

মুত্তাকী শব্দটি এসেছে তাকওয়া শব্দ থেকে। তাকওয়া শব্দের অর্থ হলো খোদাভীতি তথা গুনাহ থেকে আত্মরক্ষা করা। অর্থাৎ যিনি আল্লাহকে ভয় করে সকল প্রকার খারাপ কাজ হতে নিজেকে বিরত রাখেন, তাকে মুত্তাকী বলে।

মুত্তাকীর বৈশিষ্ট্য

১) সবসময় সব পরিস্থিতিতে দান সদকা করা।

২) রাগ নিয়ন্ত্রণ করা।

৩) সবাইকে মাফ করে দেওয়া।

৪) খারাপ বা অশ্লিল কাজে জরিয়ে পড়লে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা।

৫) তওবা করার পর আল্লাহর রাস্তায় ফিরে আসা ও খারাপ ও অশ্লীল কাজ হতে বিরত থাকা।


আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url