বৈধ ক্ষমতা কাকে বলে?

বৈধ ক্ষমতা কাকে বলে?

ক্ষমতা হলো এক ধরনের সামাজিক সম্পর্ক। কর্তৃত্ব হচ্ছে বৈধ ক্ষমতা, যে ক্ষমতা মানুষ যথার্থ ও ন্যায় সঙ্গত মনে করে। আর নেতৃত্ব হচ্ছে কোন দলের মুখ্য ব্যক্তি হিসেবে কাজ করার ক্ষমতা, গুণাবলী ও আচরণ।

কর্তৃত্ব হচ্ছে বৈধ ক্ষমতা, যে ক্ষমতাকে মানুষ যথার্থ এবং ন্যায়সঙ্গত মনে করে। ভেবার কর্তৃত্বের তিনটি রূপ চিহ্তি করেছিলেন - সনাতনী Traditional, ঐশি Charismatic এবং যুক্তিভিত্তিক-আইনগত Rational legal।

সহজ করে বললে, সনাতনী কর্তৃত্বের ভিত্তি হচ্ছে প্রথা, ঐশী কর্তৃত্বের আবেগ এবং আইনগত কর্তৃত্বের যুক্তি। সনাতনী কর্তৃত্বের ভিত্তি হচ্ছে যুগ যুগ ধরে চলে আসা প্রথা এবং ঐতিহ্য।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url