বিভব শক্তি কাকে বলে?

বিভব শক্তি কাকে বলে?

স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে।

m  ভরের কোনো বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠাতে কৃতকাজ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল তথা বস্তুর ওজন এবং উচ্চতার গুণফলের সমান।

বিভব শক্তি, Ep = বস্তুর × ওজন উচ্চতা
                       = mgh

আরো পড়ুনঃ

👉  গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন?

👉  গ্যাস কি এবং গ্যাসের বৈশিষ্ট্য

👉  বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত?

👉  মোলার আপেক্ষিক তাপ কি?

👉  আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url