নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে?

নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে?

কিছু সপুষ্পক উদ্ভিদের ফল হয় না, শুধু বীজ হয়। বীজগুলো একপ্রকার বীজধারক পত্রে নগ্ন বা খোলা অবস্থায় থাকে, তাই এদের নগ্নবীজী উদ্ভিদ বলে।

এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। উদাহরণ - সাইকাস, পাইনাস ।

নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য

নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো -

১) নগ্নবীজী উদ্ভিদ বহুবর্ষজীবী।

২) এরা চিরসবুজ।

৩) মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি করে অর্থাৎ এরা স্পোরোফাইট অসমরেণু।

৪) এদের রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয় এবং স্ট্রোবিলাস তৈরি হয় না।

৫) ডিম্বক থাকে মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায়।

৬) গর্ভাশয় না থাকায় কোনো ফল সৃষ্টি হয় না।

৭) ফল সৃষ্টি হয় না বিধায় বীজ / নিষিক্ত ডিম্বক নগ্ন অবস্থায় থাকে।

৮) নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না তাই শাঁস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url