Home ভিডিও ক্লাস রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত English প্রাক-প্রাথমিক

ধর্ম কিভাবে আইনের উৎস হিসেবে কাজ করে?

ধর্ম কিভাবে আইনের উৎস হিসেবে কাজ করে? ধর্মকে আইনের প্রাচীন উৎস। মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে আইন প্রণীত হতো। কারণ একজন শাসকের হাতে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা থাকলে সে ব্যক্তি রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় অনুশাসন প্রয়োগ করে। পরবর্ততীতে সেসব ধর্মীয় অনুশাসন আইনে পরিণত হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, হিন্দু ও মুসলমানদের বিবাহ, সামাজিক সম্পর্ক ও উত্তরাধিকর সংক্রান্ত আইনগুলো হিন্দু ও মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিশেষত প্রাচীন গ্রিস ও রোমের অধিকাংশ আইন প্রণীত হয়েছিল ধর্মকে কেন্দ্র করে। আরো পড়ুনঃ আইনসভার নির্বাচন সংক্রান্ত কাজ ও বিচারসংক্রান্ত কাজের বর্ণনা দাও। আইনের উৎসসমূহের বর্ণনা দাও। আইন মেনে চলা হয় কেন? সেবা বলতে কি বুঝায়? সেবার প্রকারভেদ | সেবার বৈশিষ্ট্য | সেবার গুরুত্ব কপিরাইট কেন প্রয়োজন?

মাটি কাকে বলে? মাটির উপাদান | মাটির প্রকারভেদ | মাটির বৈশিষ্ট্য নিম্নরূপ

মাটি কাকে বলে?

  • উদ্ভিদ জন্মানোর উপযোগী খনিজ, জীব ও জৈব সমন্বয়ে গতিশীল প্রাকৃতিক বস্তুকে মাটি বা মৃত্তিকা বলে৷

  • মাটি হচ্ছে কঠিন পদার্থের ছোট ছোট টুকরা, পানি ও বায়ুর সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ।

  • উদ্ভিদ জন্মানোর উপযোগী খনিজ, জীব ও জৈব সমন্বয়ে গতিশীল প্রাকৃতিক বস্তুকে মাটি বা মৃত্তিকা বলে৷

  • পৃথিবীর উপরিভাগের যে নরম স্তরে গাছপালা মূল স্থাপন করে রস শোষণ করে জন্মায় ও বৃদ্ধি পায় তাকে মাটি বলে৷

  • মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়।

মাটির উপাদান

মাটি প্রধানত ৪ টি প্রধান উপাদান সমন্বয়ে গঠিত।
যেমন -
১৷ খনিজ পদার্থ - ৪৫%
২৷ জৈব পদার্থ - ৫%
৩৷ বায়ু - ২৫ %
৪৷ পানি - ২৫%

মাটির প্রকারভেদ

মাটি প্রধানত ৩ প্রকার। যথাঃ

  • এঁটেল মাটি

  • বেলে মাটি

  • দোআঁশ মাটি

মাটির বৈশিষ্ট্য নিম্নরূপ

এঁটেল মাটি
  • এটেল মাটিতে বালু অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে।
  • এ কাদা মাটি খুব নরম, দানা খুব ছোট ও মিহি।
  • এ মাটি বেশি পানি ধরে রাখতে পারে।
  • এ মাটিতে ভালভাবে বাতাস চলাচল করতে পারেনা।
  • এ মাটি সব ফসলের জন্য তেমন উপকারী নয়, তবে ধান চাষ করা যায়।

বেলে মাটি
  • বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে।
  • এ মাটির পানি ধারন ক্ষমতা কম।
  • বেলে মাটিতে ফসল তেমন ভাল হয় না তবে তরমুজ শসা, বাঙ্গী, চীনাবাদাম, মিষ্টি আলু ইত্যাদি ভাল জন্মে।

দোআঁশ মাটি
  • দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সম পরিমানে থাকে।
  • এ মাটির পানি ধারন ক্ষমতা মাঝারী।
  • চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এ মাটিতে ধান, পাট, গম, পিয়াজ, মরিচ, ভূট্টা, আলু, শাকসবজি ইত্যাদি ভাল জন্মে।

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত পোষ্টসমূহ

আইনের প্রাচীনতম উৎস কি?

উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য

পতিত জমি অর্থ কি?

প্রকল্প কাকে বলে? প্রকল্পের বৈশিষ্ট্য কী কী? উদ্যোক্তা কিভাবে প্রকল্প নির্বাচন করেন? প্রকল্প নির্বাচনে জনসংখ্যাকে গুরুত্বপূর্ণ প্রভাবক বলা হয় কেন?

স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের বৈশিষ্ট্য, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য

আইন কাকে বলে? আইনের বৈশিষ্ট্য সমূহ

রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দলের বৈশিষ্ট্য

ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তির প্রকারভেদ

স্বাধীনতা বলতে কী বোঝায়?

গুণিতক কাকে বলে?