ভেক্টর গুণন: ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কি?

ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কি?

দুটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে ভেক্টদ্বয়ের ভেক্টর গুণন বলে। ভেক্টরদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের sine এর গুণফলকে ভেক্টর গুণফলের মান বলে। ভেক্টর গুণফলের দিক হয় উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপিত একটি ডানহাতি স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরালে যে দিকে অগ্রসর হয় সে দিকে।


আরো পড়ুনঃ

👉 মুক্ত ভেক্টর কাকে বলে?

👉 ভেক্টর গুণন: ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কি?

👉 ভেক্টর রাশি ও স্কেলার রাশি

👉 সমান ভেক্টর কাকে বলে?

👉 ভেক্টর বিভাজন কি বা ভেক্টর বিভাজন কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url