ভেক্টর রাশি ও স্কেলার রাশি
বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন- কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি সবই রাশি।
বস্তু জগতের এই সকল রাশিকে বর্ণনার জন্য কোনো কোনোটির দিক নির্দেশের প্রয়োজন হয়, আর কোনো কোনো রাশির দিক নির্দেশের প্রয়োজন হয় না।
তাই দিক বিবেচনায় রাশিকে দু'ভাগে ভাগ করা হয়েছে।
যথাঃ
১. ভেক্টর রাশি বা সদিক রাশি
২. স্কেলার রাশি বা অদিক রাশি বা নির্দিক রাশি
১. ভেক্টর রাশিঃ যেসকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল ইত্যাদি।
২. স্কেলার রাশিঃ যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ ইত্যাদি।