স্থির বিদ্যুৎ | SSC পদার্থবিজ্ঞান Notes

পদার্থবিজ্ঞান

অধ্যায় - ১০ : স্থির বিদ্যুৎ

👉 সকল অধ্যায়ের সূচিপত্র 👈


  • 10.1  আধান বা চার্জ (Charge)
  • 10.2  ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি (Static Electricity due to Friction)
  • 10.3  বৈদ্যুতিক আবেশ (Electrical Induction)
  • 10.4  বৈদ্যুতিক বল (Electric Force)
  • 10.5  তড়িৎ ক্ষেত্র (Electric Field)
  • 10.6  ইলেকট্রিক পটেনশিয়াল (Electric Potential)
  • 10.7  ধারক (Capacitor)
  • 10.8  স্থির বিদ্যুতের ব্যবহার (Uses of Static Electricity)

আধান

পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের যেমন- ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বা আধান বলে।

স্থির তড়িৎ

কোনো বস্তুতে বিশেষ অবস্থায় অন্য বস্তুকে আকর্ষণ করে বা তড়িৎগ্রস্থ বা আহিত হয় অর্থাৎ বস্তুতে তড়িতের উৎপত্তি হয়। এই তড়িৎ যেখানে উৎপন্ন হয় সেখানেই থাকে বলে একে স্থির তড়িৎ বলে।

তড়িৎ আবেশ

একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিই তড়িৎ আবেশ।

আবিষ্ট আধান

তড়িৎ আবেশের সময় যে আধান অনাহিত বস্তুতে সঞ্চারিত হয় তাকে আবিষ্ট আধান বলে।

দুটি আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ভর করে

দুটি বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে আর সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। দুটি আধানের মধ্যবর্তী এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে।

১) আধান দুটির পরিমাণের উপর

২) আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর

৩) আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর।

কুলম্বের সূত্র

নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।

তড়িৎ ক্ষেত্র

একটি আহিত বস্তুর নিকটে অন্য একটি আহিত বস্তু আনলে চারদিকে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে সেই অঞ্চলই আহিত বস্তুটির তড়িৎ ক্ষেত্র।

ধারক

কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলই ধারক।

ধারকত্ব

কোনো একটি পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধিতে প্রয়োজনীয় চার্জের পরিমাণকে তার ধারকত্ব বলে।



প্রশ্নব্যাংক

10.1  আধান বা চার্জ (Charge)

10.2  ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি (Static Electricity due to Friction)

  • কোনো বস্তুকে ঘর্ষণ পদ্ধতিতে কিভাবে ধনাত্মক আধানে আহিত করা যায়?
  • কোনো বস্তুকে ঘর্ষণ পদ্ধতিতে কিভাবে ঋণাত্মক আধানে আহিত করা যায়?

10.3  বৈদ্যুতিক আবেশ (Electrical Induction)

  • বৈদ্যুতিক আবেশ কাকে বলে?
  • কোনো বস্তুকে আবেশ পদ্ধতিতে কিভাবে আহিত করা যায়? বর্ণনা কর।
  • আবেশি আধান কাকে বলে?
  • আবিষ্ট আধান কাকে বলে?
  • ইলেকট্রোস্কোপ কাকে বলে?
  • একটি ইলেকট্রোস্কোপের গঠন বর্ণনা কর।
  • একটি ইলেকট্রোস্কোপকে কিভাবে ধনাত্মক আধানে আহিত করা যায়?
  • একটি ইলেকট্রোস্কোপকে কিভাবে ঋণাত্মক আধানে আহিত করা যায়?
  • ইলেকট্রোস্কোপের সাহায্যে কিভাবে আধানের উপস্থিতি নির্ণয় করবে?
  • ইলেকট্রোস্কোপের সাহায্যে কিভাবে আধানের প্রকৃতি নির্ণয় করবে?

10.4  বৈদ্যুতিক বল (Electric Force)

  • বৈদ্যুতিক বল কাকে বলে?
  • দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে?
  • কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর।
  • এক কুলম্ব বলতে কি বুঝায়?

10.5  তড়িৎ ক্ষেত্র (Electric Field)

  • তড়িৎ ক্ষেত্র কাকে বলে?
  • তড়িৎ কিভাবে সৃষ্টি করা যায়?
  • তড়িৎ বলরেখা কাকে বলে?
  • তড়িৎ বলরেখার নিয়মগুলো লিখ।
  • তড়িৎ তীব্রতা কাকে বলে?
  • তড়িৎ তীব্রতা 40 NC-1 বলতে কি বুঝ?

10.6  ইলেকট্রিক পটেনশিয়াল (Electric Potential)

  • ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব কাকে বলে?
  • পরিবাহকের বিভব কাকে বলে?
  • তাপমাত্রা ও তরলের মুক্ততলের সাথে বিভবের সাদৃশ্য বিদ্যমান - ব্যাখ্যা কর।
  • পৃথিবীর বা ভূমির বিভব শূন্য ব্যাখ্যা কর।
  • শূন্য বিভব কাকে বলে?
  • ধনাত্মক বিভব কাকে বলে?
  • ঋণাত্মক বিভব কাকে বলে?
  • বিভবের একক কি?
  • বিভব পার্থক্য বলতে কি বুঝ?

10.7  ধারক (Capacitor)

  • তড়িৎ ধারক কাকে বলে?
  • ধারকত্ব কাকে বলে?
  • ধারক কিভাবে তড়িৎ শক্তি সংরক্ষণ করে চিত্রসহ ব্যাখ্যা কর।

10.8  স্থির বিদ্যুতের ব্যবহার (Uses of Static Electricity)

  • স্থির বিদ্যুতের ব্যবহার লিখ।
  • ফটোকপিয়ার কিভাবে কাজ করে ব্যাখ্যা কর।
  • ফটোকপিয়ার মেশিনে কাগজ কোন্ আধানে আহিত হয়?
  • ভ্যান ডি গ্রাফ মেশিনের সাহায্যে কিভাবে উচ্চ পটেনশিয়াল তৈরি করা সম্ভব হয়?
  • জ্বালানি ট্রাকের পেছনে ট্যাংক থেকে শেকল ঝুলিয়ে দেওয়া হয় কেন?
  • বজ্রপাত কাকে বলে?
  • বজ্রনাদ কাকে বলে?
  • বজ্রনিরোধক কিভাবে কাজ করে?
  • পেট্রোলবাহী ট্যাংকারের সাথে একটি ধাতব চেইন ঝুলে থাকে যা ভূমি স্পর্শ করে চলতে থাকে এর কারণ ব্যাখ্যা কর।
  • বজ্রবৃষ্টির সময় উঁচু ভবনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? ব্যাখ্যা কর।


এসএসসি পদার্থবিজ্ঞান || SSC Physics


অধ্যায় - ০১ : ভৌত রাশি ও পরিমাপ

অধ্যায় - ০২ : গতি

অধ্যায় - ০৩ : বল

অধ্যায় - ০৪ : কাজ, ক্ষমতা ও শক্তি

অধ্যায় - ০৫ : পদার্থের অবস্থা ও চাপ

অধ্যায় - ০৬ : বস্তুর উপর তাপের প্রভাব

অধ্যায় - ০৭ : তরঙ্গ ও শব্দ

অধ্যায় - ০৮ : আলোর প্রতিফলন

অধ্যায় - ০৯ : আলোর প্রতিসরণ

অধ্যায় - ১০ : স্থির তড়িৎ

অধ্যায় - ১১ : চল তড়িৎ

অধ্যায় - ১২ : তড়িতের চৌম্বক ক্রিয়া

অধ্যায় - ১৩ : আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স

অধ্যায় - ১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

No Comment
Add Comment
comment url