কিভাবে প্রোগ্রামিং শিখবো? How to learn programming?

আপনার যেহেতু প্রশ্ন কিভাবে প্রোগ্রামিং শিখবো? সেহেতু আপনি প্রোগ্রামিং সম্পর্কে কিছু ধারণা রাখেন। তবুও আলোচনার সুবিধার্থে আমরা শুরুতে প্রোগ্রামিং কি? সেটা জেনে নিই-

প্রোগ্রামিং হল কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া। কম্পিউটার নিজে নিজে বুঝতে পারে না আমরা কী চাই। তাই আমাদের কাঙ্ক্ষিত কাজ সম্পন্ন করার জন্য কম্পিউটারকে নির্দিষ্ট নির্দেশাবলী দিতে হয়। এই নির্দেশাবলীকেই প্রোগ্রাম বলা হয়।

কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যৌক্তিক কিছু দিক নির্দেশনা দিতে হয়। এই দিক-নির্দেশনাগুলোকে প্রোগ্রাম বলা হয়। আর প্রোগ্রাম লেখার কৌশলকেই প্রোগ্রামিং বলে।

Programming-প্রোগ্রামিং

এবারে আমরা জানবো, আসলে প্রোগ্রামিং এর কাজটা কি?

প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা:

  • ওয়েবসাইট তৈরি করতে পারি
  • মোবাইল অ্যাপ তৈরি করতে পারি
  • ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি
  • গেম তৈরি করতে পারি
  • ডেটা বিশ্লেষণ করতে পারি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) তৈরি করতে পারি
  • আরও অনেক কিছু করতে পারি

প্রোগ্রামিং এর মাধ্যমে উপরোক্ত কাজগুলো সহজে করা যায়। আপনি যদি প্রোগ্রামিং শিখে উপরোক্ত কাজগুলো করতে চান তাহলে ধৈর্য্য সহকারে মনোযোগ দিয়ে কাজ শিখতে হবে। প্রোগামিং শিখতে নিম্নোক্ত উপায়গুলো অবলম্বন করুন।

১) প্রোগ্রামিং সম্পর্কে ধারণা: প্রথমে প্রোগ্রামিং কী, কীভাবে কাজ করে, এবং এর বিভিন্ন ধরণ সম্পর্কে জানুন।

২) ল্যাঙ্গুয়েজ নির্বাচন: আপনার আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্বাচন করুন। নতুনদের জন্য Python, Java, JavaScript, C++ ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ভালো।

৩) শিক্ষার মাধ্যম: অনলাইন কোর্স, বই, ভিডিও টিউটোরিয়াল, ইত্যাদি ব্যবহার করে শেখা যায়।

৪) ডিভাইস: প্রোগ্রামিং শিখতে প্রয়োজন হবে ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার। আপনি ট্যাবলেট বা স্মার্টফোনেও শিখতে পারেন তবে সেটাতে খুব একটা ভালো সুবিধা পাওয়া যাবে না।

৫) অনুশীলন: শেখা জিনিসগুলো বারবার অনুশীলন করুন। ছোট ছোট প্রোগ্রাম লিখে শুরু করুন।

৬) সাহায্য ও সমর্থন: অনলাইন ফোরাম, কমিউনিটি, এবং অভিজ্ঞ প্রোগ্রামারদের সাহায্য নিন।

অনলাইনে প্রোগ্রামিং শিখতে আপনি অনুসরণ করতে পারেন 10 Minute School, বহুব্রীহি, ইশিখন.কম, ঘুড়ি লানিং, ইউডেমি ইত্যাদি ওয়েবসাইটে। প্রতিটি সাইটে পাবেন তাদের নিজস্ব কোর্স। সুবিধা এবং পছন্দ বিবেচনা করে অনলাইনেই প্রোগ্রামিং কোর্স করে শিখতে পারবেন।

যদি আপনার নিকটস্থ কোনো প্রতিষ্ঠান প্রোগ্রামিং ভালো শেখায় তবে সেখান থেকেও প্রশিক্ষণ নিয়ে শিখতে পারেন।

প্রোগ্রামিং শেখার জন্য ধের্য্য সহকারে অনুশীলন করতে থাকুন। আশাকরি, আপনি একজন সফল প্রোগ্রামার হয়ে উঠতে পারবেন।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url