ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য

ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য

১) এটি সব সময় ব্যবহার করা যায়।

২) নিজস্ব কোনো হার্ডওয়্যার প্রয়োজন হয় না।

৩) স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়।

৪) এটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুতগতিসম্পন্ন।

৫) অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ।

৬) বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার শেয়ার করা যায়।

৭) সমতুল্য শক্তিসম্পন্ন হার্ডওয়্যার কিনতে খরচ বেশি পড়ে।

৮) যেকোনো ছোট বা বড় যন্ত্রের মধ্য দিয়ে প্রয়োগের সুবিধা আছে।

৯) অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস সঠিক কম্পিউটারকে আওতাভুক্ত করে।

১০) এটি নিয়ন্ত্রণ ও পরিচালনা করা সহজ।

You may Vist Same type of English WebsiteShadow Power 24

আরো পড়ুনঃ

Next Post Previous Post
1 Comments
  • new
    new ১৯ জানুয়ারী, ২০২৩ এ ২:০২ PM

    It's great!

Add Comment
comment url