শক্তির সংরক্ষণ নীতি বা নিত্যতা সূত্র বিবৃত কর।

শক্তির সংরক্ষণ নীতি বা নিত্যতা (Principle of Conservation of Energy)

শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি করা যায় না বা শক্তিকে ধ্বংসও করা যায় না। এ বিশ্বব্রহ্মান্ডে মোট শক্তির পরিমাণ ধ্রুব। সৃষ্টির আদিতে যে পরিমাণ শক্তি ছিল আজও সে পরিমাণ শক্তি বর্তমান। শক্তিকে কেবলমাত্র একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত করা যায়।

আইনস্টাইনের আপেক্ষিকবাদ আবিষ্কারের পর শক্তির নিত্যতা সূত্রের সংশোধিত রূপ হলো - এ মহাবিশ্বের ভর ও শক্তির যোগফল ধ্রুব। মহাবিশ্বের মোট ভর বা মোট শক্তি আলাদাভাবে ধ্রুবক নয়।

ভর থেকে শক্তি এবং শক্তি থেকে ভর সৃষ্টি করা যায়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url