আধান ঘনত্ব কাকে বলে?

আধান ঘনত্ব কাকে বলে?

পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে ঐ বিন্দুর আধান ঘনত্ব বলে।

একে অনেক সময় আধানের তলমাত্রিক বা পৃষ্ঠমাত্রিক ঘনত্ব বলে।

কোনো তলের ক্ষেত্রফল A এবং ঐ তলে আধানের মোট পরিমাণ Q হলে উক্ত তলে আধান ঘনত্ব, σ=QA

আধান ঘনত্বের এককঃ আধান ঘনত্বের একক হলো কুলম্ব/মিটার (Cm-2)

কোনো তলের আধান ঘনত্ব 6 Cm-2 বলতে কি বোঝায়?

কোনো তলের আধান ঘনত্ব 6 Cm-2 বলতে বোঝায় ঐ তলের প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে 6 কুলম্ব আধান আছে।

আরো পড়ুনঃ বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না কেন?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url