Home ভিডিও ক্লাস রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত English প্রাক-প্রাথমিক

লোনা পানি কাকে বলে?

লোনা পানি কাকে বলে? লোনা পানি হলো সেই পানিতে যেখানে লবণ (সালফেট, ক্লোরাইড, কার্বনেট, এবং ব্রোমাইড) এর পরিমাণ স্বাদু পানির চেয়ে বেশি থাকে। সমুদ্রের পানিতে লবণের পরিমাণ সবচেয়ে বেশি, তাই সমুদ্রের পানিকে লোনা পানি বলা হয়। সমুদ্রের পানিতে প্রতি লিটারে গড়ে 35 গ্রাম লবণ থাকে। লোনা পানির বিভিন্ন উৎস রয়েছে, যেমন: সমুদ্র: সমুদ্রের পানিতে লবণের পরিমাণ সবচেয়ে বেশি। সমুদ্রের পানিতে লবণ আসে পাহাড় থেকে নদীর মাধ্যমে বহন করে আনা খনিজ পদার্থ থেকে। ভূগর্ভস্থ পানি: ভূগর্ভস্থ পানিতে লবণ থাকতে পারে যদি ভূগর্ভস্থ জল লবণাক্ত মাটি বা পাথরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। লাগোয়া এলাকা: সমুদ্র বা অন্য কোনো লবণাক্ত জলাশয়ের কাছে অবস্থিত এলাকার পানিতে লবণ থাকতে পারে। লোনা পানির বিভিন্ন ব্যবহার রয়েছে, যেমন: খাবার: লবণ খাদ্যের স্বাদ বাড়ায়। শিল্প: লবণ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, যেমন কাগজ তৈরি, রাসায়নিক তৈরি, এবং খাদ্য সংরক্ষণ। কৃষি: লবণ মাটিতে লবণাক্ততা বাড়ায়, যা কিছু ধরনের উদ্ভিদের জন্য উপকারী। লোনা পানির কিছু ক্ষতিকারক প্রভাবও রয়েছে, যেমন: মানুষের স্বাস্থ্য: লোনা পানি পান করলে শরীরে লবণের মাত্রা বেড়ে

তাপবিজ্ঞানে তাপমাত্রার ভূমিকা, উদস্থিতিবিদ্যায় তরলের মুক্ততলের ভূমিকা আর স্থিতিবিদ্যায় বিভবের ভূমিকা একই।

তাপবিজ্ঞানে তাপমাত্রার ভূমিকা, উদস্থিতিবিদ্যায় তরলের মুক্ততলের ভূমিকা আর স্থিতিবিদ্যায় বিভবের ভূমিকা একই।

তাপবিজ্ঞান ও উদস্থিতিবিদ্যায় যথাক্রমে তাপমাত্রা ও তরলের মুক্ততল যে ভূমিকা পালন করে থাকে স্থির তড়িৎবিদ্যায় বিভবও সেই একই ভূমিকা পালন করে থাকে। আমরা জানি, দুটি বস্তুকে তাপীয়ভাবে সংযুক্ত করলে তাদের মধ্যে তাপের মধ্যে আদান-প্রদান হতে পারে। 

তাপের প্রবাহ বস্তুর ভর তথা এর মধ্যস্থিত তাপের পরিমাণের উপর নির্ভর করে না। তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রার উপর। অত্যন্ত উত্তপ্ত একটি বস্তুকে তার চেয়ে অনেকগুণ বড় কিন্তু কম তাপমাত্রাবিশিষ্ট অপর বস্তুর সাথে সংযুক্ত করলে তাপ ছোট বস্তু থেকে বড় বস্তুতে প্রবাহিত হবে, যদিও বড় বস্তুর তাপের পরিমাণ ছোট বস্তুর মধ্যস্থ তাপের পরিমাণের চেয়ে অনেক বেশি।

ঠিক একই রকমভাবে দুটি তরল পাত্রকে কোনো নল দ্বারা সংযুক্ত করলে তরলের প্রবাহ পাত্র দুটিতে তরলের পরিমাণের উপর নির্ভর করবে না - নির্ভর করবে পাত্র দুটিতে তরল তলের উচ্চতার উপর।

ধরা যাক, দুটি পরিবাহী ধনাত্মকভাবে আহিত। প্রথম পরিবাহীতে আধানের পরিমাণ দ্বিতীয় পরিবাহীর আধানের চেয়ে বেশি কিন্তু প্রথমটির বিভব দ্বিতীয়টির চেয়ে কম। প্রথম পরিবাহীর আকার দ্বিতীয় পরিবাহীর চেয়ে বড় হলে এরূপ হতে পারে। এখন পরিবাহী দুটিকে তড়িৎগতভাবে সংযুক্ত করলে দ্বিতীয় পরিবাহী থেকে প্রথম পরিবাহীতে ধনাত্মক আধান প্রবাহিত হবে।

আধানের পরিমাণ প্রথম পরিবাহীতে বেশি থাকা সত্ত্বেও বিভব কম হওয়ার দরুন এটি আধান গ্রহণ করবে। আধানের প্রবাহের ফলে যখন পরিবাহী দুটির বিভব সমান হবে তখন আধানের প্রবাহ বন্ধ হবে। তাই দেখা যায়, আধানের প্রবাহ আধানের পরিমাণের উপর নির্ভর করে না - বিভবের উপর নির্ভর করে।

সুতরাং বলা যায়, তাপবিজ্ঞানে তাপমাত্রার ভূমিকা, উদস্থিতিবিদ্যায় তরলের মুক্ততলের ভূমিকা আর স্থির তড়িৎবিদ্যায় বিভবের ভূমিকা একই।

আরো পড়ুনঃ

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত পোষ্টসমূহ

প্রকল্প কাকে বলে? প্রকল্পের বৈশিষ্ট্য কী কী? উদ্যোক্তা কিভাবে প্রকল্প নির্বাচন করেন? প্রকল্প নির্বাচনে জনসংখ্যাকে গুরুত্বপূর্ণ প্রভাবক বলা হয় কেন?

শিখন নকশা কাকে বলে?

বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপনের প্রকারভেদ

নদীভাঙন, নদীভাঙনের কারণ, নদীভাঙনের প্রভাব

ব্যাস কাকে বলে?

আন্তর্জাতিক সংস্থা কাকে বলে?