ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML

ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
Introduction to Web Design and HTML

ওয়েব পেইজ কাকে বলে?

HTML নামক মার্কআপ অ্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টগুলোকে ওয়েব পেইজ বলে।

ওয়েব ডিজাইন কাকে বলে?

ওয়েব পেইজ নির্মাণ কৌশলকে ওয়েব ডিজাইন বলে।

ওয়েব ব্রাউজার কাকে বলে?

যে সফটওয়্যার এর মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েব পেইজ, www বা LAN এ অবস্থিত কোনো সাইটের যেকোনো লেখা, ছবি দেখতে ও ডাউনলোড করতে পারে তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব পেইজের ভিতরের লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মধ্যে চলাচল করাকে ব্রাউজিং বলে।


সার্চ ইঞ্জিন কাকে বলে?

যে টুলস এর সাহায্যে সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েব সাইটগুলোকে আয়ত্বের মধ্যে রাখা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে।

ওয়েব পোর্টাল কাকে বলে?

ওয়েব পেইজের যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে তাকে ওয়েব পোর্টাল বলে।

ক্লায়েন্ট কম্পিউটার কাকে বলে?

যে কম্পিউটার থেকে ওয়েব পেইজ ব্রাউজ করা হয় তাকে ক্লায়েন্ট কম্পিউটার বলে।

ওয়েব সার্ভার কাকে বলে?

ওয়েব পেইজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে।

ওয়েব সাইট কাকে বলে?

একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।

ওয়েবসাইটের কাঠামো কাকে বলে?

যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলা হয়।

অ্যাট্রিবিউট কাকে বলে?

HTML এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে।

এলিমেন্টস কাকে বলে?

HTML এ যেকোনো শুরু ও শেষ ট্যাগ এবং মাঝের অংশকে এলিমেন্টস বলা হয়।

HTML Syntax কাকে বলে?

কোনো সুনির্দিষ্ট ল্যাংগুয়েজ দ্বারা যে রীতিতে কোনো প্রোগ্রামের স্টেটমেন্টগুলো রচিত হয় সে সুস্পষ্ট রীতিই উক্ত ল্যাংগুয়েজের HTML Syntax বলে।

মেটা ট্যাগ কাকে বলে?

ডকুমেন্ট সম্পর্কিত তথ্য যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে মেটা ট্যাগ বলে।

ওয়েব পেইজ ডিজাইন কাকে বলে?

ওয়েব পেইজ ডিজাইন হচ্ছে একটি ওয়েব পেইজের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা, যেখান থেকে ব্যবহারকারী সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে।

হোস্টিং কাকে বলে?

ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে হোস্টিং বলে। হোস্টিং কয়েক ধরনের হতে পারে।


তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি


অধ্যায় - ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

অধ্যায় - ২: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়াকিং

অধ্যায় - ৩: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

অধ্যায় - ৪: ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML

অধ্যায় - ৫: প্রোগ্রামিং ভাষা

অধ্যায় - ৬: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url