বুদবুদ পানিতে ভেসে ওঠার কারণ ব্যাখ্যা কর।

বুদবুদ পানিতে ভেসে ওঠার কারণ ব্যাখ্যা কর।

মনে করি, ক্ষুদ্র পরিসর পানি বিন্দুর ব্যাসার্ধ প্রায় 0.001 cm এবং বায়ুর সান্দ্রতাঙ্ক 1.8×10-4 poise ধরলে পানি বিন্দুর প্রান্তবেগ হয় 1.2 cms-1

যদি বস্তুর ঘনত্ব মাধ্যমের ঘনত্ব অপেক্ষা কম হয় তখন প্রান্তবেগ ঋণাত্মক হবে। অর্থাৎ বস্তুর বেগ ঊর্ধ্বমুখী হয়। তাই বুদবুদ পানির নিচ থেকে ভেসে ওঠে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url