রিয়েজেন্ট কী? রিয়েজেন্ট ব্যবহার সতর্কতা

রিয়েজেন্ট কী?

Reagent বা বিকারক বলতে কিছু নির্দিষ্ট রাসায়নিক দ্রব্য বা যৌগকে বুঝায়, যাদের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়।

রিয়েজেন্ট ব্যবহার সতর্কতা

  • অবশ্যই রিয়েজেন্ট বোতলের গায়ে লেভেলিং দেখে ব্যবহার করতে হবে।
  • রিয়েজেন্ট উৎপাদন ও মেয়াদকাল দেখে নিয়ে ব্যবহার করতে হবে।
  • রিয়েজেন্ট ব্যবহার করার পর রিয়েজেন্ট বোতল যথাস্থানে রাখতে হবে।
  • ব্যবহারের ক্ষেত্রে বিষাক্ত রিয়েজেন্টের বদলে অপেক্ষাকৃত কম ক্ষতিকর রিয়েজেন্ট ব্যবহার করা।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url