নিত্য সমাস কাকে বলে?

নিত্য সমাস কাকে বলে?

যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্যে সমস্তপদের অর্থ প্রকাশ করতে হয়, তাকেই নিত্য সমাস বলে।

যেমনঃ অন্য দেশ = দেশান্তর; ঈষৎ লাল = লালচে; অন্যকাল = কালান্তর ইত্যাদি।

সন্ধিবদ্ধ এই উদাহরণটিতে ব্যাসবাক্য ও সমাসবদ্ধ পদ একই। ব্যাসবাক্যটিতে সর্বদা সমাসবদ্ধ থাকে বলে একে নিত্য সমাস বলে।

নিত্য সমাসের উদাহরণঃ

নং  ব্যাসবাক্য   সমাসবদ্ধ পদ 
 ১ অন্য গ্রাম গ্রামান্তর
 ২ অন্য ভাষা ভাষান্তর
 ৩ অন্য রূপ রূপান্তর
 ৪ কেবল হাঁটা হাঁটাহাঁটি
 ৫ কেবল দর্শন দর্শনমাত্র
 ৬ সমস্তগ্রাম গ্রামশুদ্ধ
 ৭ একটি কাপড় কাপড়খানা
 ৮ অন্য গৃহ গৃহান্তর
 ৯ অনেক মানুষ মানুষগুলো
 ১০ অন্যস্থান স্থানান্তর

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url