এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ

এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ

  • কোষ নিঃসৃত বিভিন্ন দ্রব্য ER-এর মাধ্যমে কোষের এক স্থান থেকে অন্যস্থানে পরিবাহিত হয়। এ কারণে এগুলোকে কোষের পরিবহনতন্ত্র বলে আখ্যায়িত করা হয়।

  • রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা পালন করে।

  • ER কোষ অভ্যন্তরের পর্দার তলের আয়তন বৃদ্ধি করে কোষের জৈব রাসায়নিক কর্মক্ষমতা বৃদ্ধি করে।

  • সংশ্লেষণের ফলে উৎপন্ন বিভিন্ন দ্রব্য, হরমোন ইত্যাদি এতে সাময়িকভাবে জমা থাকে।

  • স্টেরয়েড, লিপিড ও ফসফোলিপিড সংশ্লেষণ এবং এদের আন্তঃকোষীয় চলনে সহায়তা করে।

  • রাইবোজোম ও গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে।

  • অমসৃণ ER-এ প্রোটিন সংশ্লেষিত হয়।

  • অনেক বিজ্ঞানী মনে করেন এতে কোষ প্রাচীর গঠনের জন্য সেলুলোজ তৈরি হয়। ফলে এরা প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url