ক্রোমোপ্লাস্ট কাকে বলে?

ক্রোমোপ্লাস্ট কাকে বলে?

উদ্ভিদদেহের সবুজ ছাড়া অন্য যেকোনো বর্ণ ধারণকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। ফুলের পাপড়ি, ফলের রং অথবা সবুজ ব্যতীত অন্য যেকোনো রং ক্রোমোপ্লাস্ট এর কারণেই সৃষ্টি হয়। কখনও কখনও রঙিন বৃতি ও রঙিন মূলেও (মূলা, গাজর, মিষ্টি আলু) ক্রোমোপ্লাস্ট থাকে।

ক্রোমোপ্লাস্টের কাজ

  • পরাগায়নের জন্য কীটপতঙ্গসহ উচ্চ শ্রেণির প্রাণীসমূহকে আকৃষ্ট করে।

  • ফল ও বীজের বিসরনের জন্য প্রাণীকে আকৃষ্ট করে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url