হার্ব, আন্ডার শ্রাব, শ্রাব ও ট্রি - এর সংজ্ঞা

 ১। হার্ব বা বীরুৎ কাকে বলে?

উত্তরঃ নরম কান্ড বিশিষ্ট ছোট উদ্ভিদকে হার্ব বা বীরুৎ বলে। যেমনঃ সরিষা, ধান, গম ইত্যাদি।

২। উডি হার্ব কাকে বলে?

উত্তরঃ কাষ্ঠল কান্ড বিশিষ্ট হার্বকে উডি হার্ব বলে। যেমনঃ তোষাপাট।

৩। আন্ডারশ্রাব বা উপগুল্ম কাকে বলে?

উত্তরঃ শ্রাব বা গুল্মের চেয়ে ছোট আকারের কাষ্ঠল উদ্ভিদকে আন্ডারশ্রাব বলে। যেমনঃ কল্কাসুন্দা, আঁশ শেওড়া, বেলী, গোলাপ ইত্যাদি।

৪। শ্রাব বা গুল্ম কাকে বলে?

উত্তরঃ যে সকল উদ্ভিদ কাষ্ঠল, বহুবর্ষজীবী, সাধারণত একক কান্ডবিহীন ও গোড়া থেকে বেশি শাখা - প্রশাখা বিস্তার করে ঝোপে পরিণত হয় তাকে শ্রাব বা গুল্ম বলে। যেমনঃ কাগজীলেবু, জবা, গন্ধরাজ ইত্যাদি।

৫। ট্রি বা বৃক্ষ কাকে বলে?

উত্তরঃ সুস্পষ্ট একক ক্ন্ডবিশিষ্ট  উঁচু কাষ্ঠল উদ্ভিদকে ট্রি বা বৃক্ষ বলে। যেমনঃ আম, কাঁঠাল, জাম, সেগুন ইত্যাদি।

*


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url