গাণিতিক উক্তি কাকে বলে?

গাণিতিক উক্তি কাকে বলে?

  • যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন উক্ত বাক্যটিকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বা গাণিতিক উক্তি বলে।

  • গণিতবিষয়ক এমন কোনো উক্তি যা সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায়, তাকে গাণিতিক বাক্য বলে।

  • গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়।

আরো পড়ুনঃ

👉  ব্যস্ত অনুপাত কাকে বলে?

👉  একান্তর কোণ কাকে বলে?

👉  সরলরেখা কাকে বলে? সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক কি?

👉  প্রকৃত মান কাকে বলে?

👉  লগারিদম কাকে বলে?

👉  রেখাংশ কাকে বলে?

👉  উপাত্ত কাকে বলে? উপাত্তের বৈশিষ্ট্য, উপাত্তের প্রকারভেদ

👉  পরিসীমা কাকে বলে?

👉  ফাংশন কাকে বলে?

👉  বিন্দু কাকে বলে?

👉  বর্গমূল কাকে বলে?

👉  লেখচিত্র কাকে বলে? লেখচিত্রের শ্রেণিবিভাগ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url