আপেক্ষিক সুপ্ততাপ বা লীনতাপ কাকে বলে?

আপেক্ষিক সুপ্ততাপ বা লীনতাপ কাকে বলে?

বস্তু অবস্থার পরিবর্তনের সময় তাপ প্রয়োগ বা তাপ অপসারণ অব্যাহত থাকলেও বস্তু তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস ঘটে না। গৃহীত তাপ বা বর্জিত তাপ বস্তু অবস্থার পরিবর্তন ঘটানোর কাজে ব্যয় হয়। তাপমাত্রা স্থির থাকে বলে আমরা বলতে পারি, অবস্থা পরিবর্তনের সময় বস্তুকর্তৃক গৃহীত বা বর্জিত তাপের বাহ্যিক প্রকাশ নেই। 

তাই এ তাপকে সুপ্ত তাপ বা লীন তাপ বলা হয়।

সুপ্ততাপ কি?

যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ততাপ বলে। 

সুপ্ততাপের প্রকারভেদ

সুপ্ততাপের দুটি প্রকার রয়েছে:

  • গলনের সুপ্ততাপ: কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে তাপ প্রয়োজন তাকে গলনের সুপ্ততাপ বলে।
  • বাষ্পীভবনের সুপ্ততাপ: তরল পদার্থকে গ্যাসে পরিণত করতে যে তাপ প্রয়োজন তাকে বাষ্পীভবনের সুপ্ততাপ বলে।

অপেক্ষিক সুপ্ততাপ হলো একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োজন তা। এটিকে Q/m দ্বারা প্রকাশ করা হয়, যেখানে Q হলো প্রয়োজনীয় তাপ এবং m হলো পদার্থের ভর।

অপেক্ষিক সুপ্ততাপের এককঃ অপেক্ষিক সুপ্ততাপের একক হলো ক্যালোরি/গ্রাম (cal/g)।

উদাহরণস্বরূপ, বরফের গলনের সুপ্ততাপ 80 ক্যালোরি/গ্রাম। অর্থাৎ, 1 গ্রাম বরফকে গলতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন।

অপেক্ষিক সুপ্ততাপ একটি গুরুত্বপূর্ণ ভৌত পরিমাণ। এটি বিভিন্ন প্রকৌশল এবং প্রযুক্তিগত প্রয়োগে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, বরফ গলনের সুপ্ততাপকে ব্যবহার করে ঠান্ডা পানীয় ঠান্ডা রাখা হয়।

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ১৫ ডিসেম্বর, ২০২৩ এ ৯:৫৭ AM

    Good

Add Comment
comment url