ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য লিখ।

ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য

ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য নিম্নরূপ -

নং ত্বরণ মন্দন
 ১ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ হ্রাসের হারকে মন্দন বলে।
 ২ ত্বরণ সৃষ্টির জন্য বস্তুর গতির অভিমুখে বল প্রয়োগ করতে হয়। মন্দন সৃষ্টির জন্য গতির বিপরীত দিকে বল প্রয়োগ করতে হয়।
 ৩ ত্বরণের প্রভাবে বস্তুর ভরবেগ ও গতিশক্তি ক্রমশ বৃদ্ধি পায়। মন্দনের প্রভাবে বস্তুর ভরবেগ ও গতিশক্তি ক্রমশ হ্রাস পায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url