একক পর্দা কাকে বলে?

একক পর্দা কাকে বলে?

প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজম বাইরের দিক থেকে যে সুস্থ স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য, লাইপোপ্রোটিন নির্মিত ত্রি-স্তর সজীব আবরণে আবৃত থাকে তাকে কোষ আবরণী বা প্লাজমা পর্দা বা একক পর্দা বলে।

যে সূক্ষ্ম আণুবীক্ষণিক স্থিতিস্থাপক সজিব পর্দা কোষের সাইটোপ্লাজমকে ঘিরে থাকে তাকে একক পর্দা বলে।


একক পর্দার উৎপত্তি

সাইটোপ্লাজমের বহিঃস্তর পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে একক পর্দা সৃষ্টি করে।


একক পর্দার কাজ

১) কোষের ভেতরকার সজীব অংশকে রক্ষা করা ও কোষের আকৃতি প্রদান করা।

২) ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস অথবা ইনভ্যাজিনেশন পদ্ধতিতে কোষীয় খাদ্য গ্রহণে সহায়তা করে।

৩) বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন - মাইটোকন্ড্রিয়া, গলগিবস্তু, নিউক্লিয়ার পর্দা ইত্যাদি তৈরিতে সহায়তা করে।

৪) অভিস্রবণ বা ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন দ্রব্যাদি কোষের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে চলাচল করতে পারে।

আরো পড়ুনঃ

👉  গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন?

👉  গ্যাস কি এবং গ্যাসের বৈশিষ্ট্য

👉  বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত?

👉  মোলার আপেক্ষিক তাপ কি?

👉  আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url