আয়নিক বন্ধন কাকে বলে? আয়নিক যৌগ কাকে বলে?

আয়নিক বন্ধন কাকে বলে?

ইলেকট্রন আদানপ-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়নসমূহ যে আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে।

যেমন - NaCl এর মধ্যে Na ও Cl এর মধ্যকার বন্ধন আয়নিক বন্ধন। 

সুতরাং NaCl  একটি আয়নিক যৌগ।

আয়নিক যৌগ কাকে বলে?

ইলেকট্রন বর্জন ও গ্রহন করে বিপরীত চার্জযুক্ত আয়ন সৃষ্টির মাধ্যমে পরস্পরের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে দুটি পরমাণুর মধ্যে আয়নিক বন্ধন সৃষ্টির মাধ্যমে যে যৌগের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url