বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় সূতা কেটে দিলে পাথরের গতিবেগ কেমন হবে?

 একটি পাথরকে সূতা দ্বারা বেধে বৃত্তাকার পথে ঘুরাতে থাকলে, সূতা কর্তৃক উক্ত বলটি সর্বদা একটি কেন্দ্রমুখী বল অনুভব করে বিধায় তা সর্বদা বৃত্তাকার পথে গতিশীল থাকে। এখন যদি সূতা কেটে দেয়া হয় তাহলে পাথরটি বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল প্রাপ্তি থেকে অব্যাহতি পায়, যার ফলে তা আর বৃত্তাকার পথে না ঘুরে সূতা কেটে ফেলার মুহূর্তে বৃত্তাকার পথের উক্ত বিন্দু হতে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর নিউটনের ১ম সূত্রানুযায়ী সরল পথের সমদ্রুতিতে চলে থাকে। তবে, বাতাসের বাধা ও মাধ্যাকর্ষণ বলের জন্য কিছু সময় পর সেটি ভূমিতে পতিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url