কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড়দ্রুতি অশূন্য হতে পারে - কেন?

 গড় বেগের ক্ষেত্রে সরণকে সময় দ্বারা ভাগ করে বের করা হয়। এখন যদি কোন বস্তু বিভিন্ন পথ ঘুরে ঠিক তার আদি অবস্থানে ফিরে আসে তখন সরণ শূন্য হয় এবং ফলে গড় বেগ শূন্য হয়ে যায়। কিন্তু বস্তুটি আঁকাবাঁকা বা সরলপথে মোট যতটুকু পথ অতিক্রম করে অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে গড় দ্রুতি পাওয়া যায়, যা অশূন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url