সবল নিউক্লিয় বল কাকে বলে?

সবল নিউক্লিয় বল কাকে বলে?

স্বল্পপাল্লার (10-15 m) এবং সবচেয়ে শক্তিশালী যে মৌলিক বল নিউক্লিয়ন সমূহকে একত্র করে রাখে তাকে সবল নিউক্লিয় বল বলে।

আমরা জানি, পরমাণু কেন্দ্র গঠিত হয় নিউট্রন ও প্রোটন দিয়ে। কেন্দ্রকে নিউক্লিয়াস এবং কণিকাগুলিকে নিউক্লীয়ন বলে। ধনাত্মক চার্জযুক্ত কণিকাগুলি পরস্পরকে বিকর্ষণ করে দূরে ছিটকে যাওয়াই স্বাভাবিক। কিন্তু পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীয় মৌলিক কণা অর্থাৎ নিউক্লীয়নগুলি এক বিশেষ বলের কারণে পরস্পরের সঙ্গে সংবদ্ধ হয়ে আছে।

বলা যায় এই বল নিউক্লিয়াসের উপাদানগুলোকে আটকে রেখে প্রকৃতপক্ষে নিউক্লিয়াসকে স্থায়িত্ব দিয়েছে।

চার প্রকার মৌলিক বলের মধ্যে এই বল সবচাইতে শক্তিশালী।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url