বায়োম কাকে বলে? বায়োম এর বৈশিষ্ট্য

বায়োম কাকে বলে?

পৃথিবীর কোনো বিশাল অঞ্চলে প্রায় একই বৈশিষ্ট্যসম্পন্ন জীব সম্প্রদায় একত্রে যে সুসংহত জীবন গড়ে তুলে তাকে বায়োম বলে। বায়োমে যারা বাস করে তারা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একে অন্যকে প্রভাবিত করে। পৃথিবীর সকল বায়োম বা সজীব বস্তু মিলে গড়ে উঠে জীবমন্ডল। জীবমন্ডল হলো এক বিশাল বাস্তুসংস্থান যেখানে জীবের সম্মিলিত অস্তিত্ব গড়ে তুলে এক নতুন পরিবেশ।

উদাহরণস্বরূপ বলা যায় - পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা রকম আবহাওয়া, জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যের জন্য ভিন্ন ভিন্ন বায়োম গড়ে উঠে। যেমন - অরণ্য, মরুভূমি, তৃণভূমি ইত্যাদি। বায়োমে অন্তর্ভূক্ত প্রতিটি সদস্যের মধ্যে সমতা বজায় থাকে।

বায়োমের বৈশিষ্ট্য

বায়োমের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো - 

১) বায়োমে বৈশিষ্ট্যসূচক উদ্ভিদ ও প্রাণি বিদ্যমান থাকে।

২) সকল বায়োম ক্রমবর্ধমান পর্যায়ে সিরিজ অতিক্রম করে বর্তমান পর্যায়ে পৌঁছেছে।

৩) আঞ্চলিক পরিবেশে এগুলোর প্রত্যেকটি মোটামুটি ভারসাম্য অবস্থা বহন করে। 

৪) প্রত্যেক বায়োম প্রাকৃতিক অবস্থায় নিজস্ব ভারসাম্য প্রকাশ করে এবং এই নিজস্ব বৈশিষ্ট্য অন্য বায়োম হতে পৃথক।

আরও পড়ুনঃ

👉  যৌথ পরিবার কাকে বলে?

👉  বায়োমাস কাকে বলে?

👉  বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন?

👉  বায়োমাস শক্তি কি?

👉  বায়োমেট্রিক্স, সুবিধা, অসুবিধা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url