ধনুকের রশি টেনে তীর ছোঁড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে?

আমরা যখন ধনুকের রশি ধরে টানি, তখন আমাদের শরীরের রাসায়নিক শক্তি তীরটিকে পিছনের দিকে অর্থাৎ আমাদের দিকে সরাতে কৃতকাজ ব্যয় হয় যা আমাদের দিকে তীরের সর্বোচ্চ অবস্থানে বিভব শক্তিরূপে জমা থাকে। যখন তীর ছোঁড়া হয় তখন এই বিভবশক্তি গতিশীল তীরের গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তি ধনুকের তীরটিকে কোনো বাধার মধ্যে প্রবেশ করাতে প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়।
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ৯ জুন, ২০২১ এ ৮:৫৫ AM

    অসাধারণ লেখা

Add Comment
comment url