বিভব পার্থক্য কাকে বলে?

বিভব পার্থক্য কাকে বলে?

  • প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ঐ বিন্দুর বিভব পার্থক্য বলে।

  • একটি একক ধনাত্মক আধানকে অতি মন্থর গতিতে অর্থাৎ গতিবেগ অপরিবর্তিত রেখে তড়িৎক্ষেত্রের এক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয়, তাকে ওই বিন্দু দুটির মধ্যের বিভব পার্থক্য বলে। 

আরো পড়ুনঃ

Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown ১২ জুলাই, ২০২১ এ ৪:৪৬ AM

    একটি একক ধনাত্মক আধানকে অতি মন্থর গতিতে অর্থাৎ গতিবেগ অপরিবর্তিত রেখে তড়িৎক্ষেত্রের এক বিন্দু অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে ওই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য বলে।

    • Md. Saifur Rahman
      Md. Saifur Rahman ১৩ জুলাই, ২০২১ এ ৬:৫৭ PM

      ধন্যবাদ, প্রিয় পাঠক।

Add Comment
comment url