আইসোবার কাকে বলে? আইসোবারের বৈশিষ্ট্যসমূহ

আইসোবার কাকে বলে? 

যে সকল পরমানুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। 
অর্থাৎ আইসোবার সমূহ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। 
যেমন - টেলুরিয়াম (Te) ও আয়োডিন (I) পরস্পরের আইসোবার।

আইসোবারের বৈশিষ্ট্যসমূহ

  • আইসোবারসমূহ ভিন্ন মৌলের পরমাণু।
  • পারমানবিক সংখ্যা ভিন্ন হওয়ায় পরস্পরের আইসোবারসমূহ পর্যায় সারণিতে ভিন্ন অবস্থানে থাকে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url