আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপের একক

আপেক্ষিক তাপ কাকে বলে?

একই ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।

একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রী পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপ ঐ বস্তু কর্তৃক গ্রহীত বা বর্জিত হয়, তাকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে। 

আপেক্ষিক তাপকে S দ্বারা প্রকাশ করা হয়।

আপেক্ষিক তাপের একক

SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হলো: 

জুল/(কেজি কেলভিন) - Jkg-1K-1

অথবা, জুল/(কেজি ডিগ্রি সেলসিয়াস) - Jkg-1°C-1

উদাহরণস্বরূপ,

লোহার আপেক্ষিক তাপ 400 Jkg-1K-1 বলতে কি বোঝায়?

লোহার আপেক্ষিক তাপ 400 Jkg-1K-1 বলতে বোঝায়, 1 kg লোহার তাপমাত্রা 1 K বাড়াতে 400 J তাপের প্রয়োজন হয়।

আরো পড়ুনঃ

👉  স্থির বিন্দু কাকে বলে?

👉  থার্মোমিটার কাকে বলে?

👉  উষ্ণতামিতি পদার্থ কাকে বলে?

👉  সুবেদী থার্মোমিটার কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url