আকাইদ কাকে বলে? আকাইদকে ইসলামের প্রধান ভিত্তি বলা হয় কেন?

আকাইদ কাকে বলে?

আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আকাইদ অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয়। ইসলামের মূল বিষয় অর্থাৎ তাওহিদ, রিসালাত, আখিরাত, আসমানী কিতাব, ফেরেশতা, নবী-রাসূল ইত্যাদির উপর মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইদ বলে।

আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহর সকল সৃষ্টিকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইদ বলে।

আকাইদকে ইসলামের প্রধান ভিত্তি বলা হয় কেন?

মুসলিম হওয়ার জন্য আকাইদে বিশ্বাস আবশ্যক হওয়ায় একে ইসলামের প্রধান ভিত্তি বলা হয়। ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতগুলো বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন- আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরশতা ইত্যাদি।

ইসলামের এরূপ বিষয়গুলোর ওপর বিশ্বাস করাই হলো আকাইদ। আর এ বিশ্বাস ছাড়া ইসলামে প্রবেশ করা বা মুসলমান হওয়া যায় না। তাই একে ইসলামের প্রধান ভিত্তি বলা হয়।

আকাইদ হলো ইসলামের প্রধান ভিত্তি

ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন- আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা। ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা হয়। আকাইদ শব্দটি বহুবচন। একবচনে 'আকিদাহ' যার অর্থ বিশ্বাস। আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস করতে হবে। এর কোনো একটিকে অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারে না।

অতএব, আকাইদ হলো ইসলামের প্রধান ভিত্তি।

আরও পড়ুনঃ

👉বুদ্ধির সংজ্ঞা কয় প্রকার ও কি কি?

👉বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির উপকারিতা

👉বুদ্ধি কাকে বলে? বুদ্ধির সংক্ষিপ্ত ইতিহাস, বুদ্ধি বিষয়ক তত্ত্ব

👉প্রেম কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url