আন্তর্জাতিক তারিখ রেখা কি?

আন্তর্জাতিক তারিখ রেখা কি?

আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরে প্রায় ১৮০° দ্রাঘিমা বরাবর উত্তর-দক্ষিণে বিস্তৃত একটি কাল্পনিক রেখা যার পূর্বে অবস্থিত স্থানের তারিখ পশ্চিমে অবস্থিত স্থানের চেয়ে এক দিন পিছিয়ে গণনা করা হয়। কোনো স্থলভাগে একই সাথে দুটো তারিখের অসুবিধা দূর করার জন্য একে বিভিন্ন জায়গায় প্রয়োজনানুসারে বাঁকিয়ে কেবলমাত্র সমু্দ্রের উপর দিয়ে নেয়া হয়েছে। পৃথিবী ২৪ ঘণ্টায় একবার নিজ অক্ষের উপর এক পাক অর্থাৎ ৩৬০° ঘুরে আসে। 

সুতরাং ১ ডিগ্রী ঘুরতে সময় লাগে ৪ মিনিট। এ হিসেবে ১৮০° পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা যা আসলে একটিই রেখা তাদের মধ্যে সময়ের ব্যবধান পুরো ২৪ ঘণ্টা বা একদিন।

আরও পড়ুনঃ

👉  বুদ্ধির সংজ্ঞা কয় প্রকার ও কি কি?

👉  বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির উপকারিতা

👉  বুদ্ধি কাকে বলে? বুদ্ধির সংক্ষিপ্ত ইতিহাস, বুদ্ধি বিষয়ক তত্ত্ব

👉  যৌথ পরিবার কাকে বলে?

👉  বায়োমাস কাকে বলে?

👉  বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন?

👉  বায়োমাস শক্তি কি?

👉  বায়োমেট্রিক্স, সুবিধা, অসুবিধা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url