আইসোটোপ কাকে বলে? হাইড্রোজেনের তিনটি আইসোটোপ


আইসোটোপ কাকে বলে?

কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে ঐ মৌলের আইসোটোপ বলে।

যেমন - কার্বনের বেশিরভাগ পরমাণুতে ৬টি প্রোটন ও ৬টি নিউট্রন রয়েছে। কিন্তু কার্বনের কিছু পরমাণুতে ৭টি বা ৮টি নিউট্রনও থাকে। তাই কার্বনের তিনটি আইসোটোপ রয়েছে।

আবার, হাইড্রোজেনের বেশিরভাগ পরমাণুতে কোনো নিউট্রন নেই (ক চিত্রের পরমাণু)। তাই এদের ভরসংখ্যা ১। কিন্তু খ চিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে একটি নিউট্রন থাকে। এদের ভরসংখ্যা ২। আবার গ চিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে দুটি নিউট্রন থাকে। এদের ভরসংখ্যা ৩। 

চিত্রের তিনটি পরমাণু হাইড্রোজেনের তিনটি আইসোটোপ।

আইসোটোপের বৈশিষ্ট্য

১) আইসোটোপসমূহ একই মৌলের পরমাণু।

২) এদের পারমাণবিক বা প্রোটনসংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন।

৩) পর্যায় সারণিতে একই মৌলের আইসোটোপগুলোর অবস্থান একই এবং এ কারণেই এদের আইসোটোপ বলা হয়।

৪) এদের রাসায়নিক ধর্ম অভিন্ন, কিন্তু কতিপয় ভৌত ধর্ম ভিন্ন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url