জান্নাত কাকে বলে?

জান্নাত কাকে বলে?

জান্নাত শব্দের অর্থ উদ্যান বা বাগান। ইহকালে সংক্ষিপ্ত জীবনের পর মুমিনের জন্য যে অনন্ত সুখময় চিরস্থায়ী আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলে জান্নাত। মুমিনগণ জান্নাতে তাঁদের পুণ্যবান পিতামাতা, স্ত্রী-পুত্র প্রভৃতি আত্মীয়স্বজনের সাথে মিলিত হবেন। তাঁরা জান্নাতের স্থায়ী নবজীবন লাভ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url