তথ্য অধিকার আইনে তথ্য কাকে বলে?

তথ্য অধিকার আইনে তথ্য কাকে বলে?

সাধারণভাবে বলতে গেলে যেকোনো ধরনের রেকর্ডই তথ্য। 

আর তথ্য অধিকার আইন অনুযায়ী, যেকোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক, বই, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, লগবহি, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনাপত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও-ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পঠনযোগ্য দলিলদি এবং ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে অন্য যেকোনো তথ্য বস্তু বা প্রতিলিপিকে তথ্য বলা হয়। তবে দাপ্তরিক নোটশিট বা নোটশিটের প্রতিলিপি এর অন্তর্ভুক্ত হবে না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url