স্থানীয় মান কাকে বলে?

স্থানীয় মান কাকে বলে?

সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে থাকে তাকে স্থানীয় মান বলে।

যেমন: ৭৭৭৭৭৭ সংখ্যাটির সর্বডানের ৭ এর স্থানীয় মান ৭, ডানদিক থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে ৭ এর স্থানীয় মান যথাক্রমে ৭০, ৭০০, ৭০০০, ৭০০০০, ৭০০০০০।

তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়।

স্থানীয় মান

আরো কিছু উদাহরণ দেয়া হলোঃ

২৫ এর স্থানীয় মান কত?

৫ এর স্থানীয় মান = ৫ × ১ = ৫

২ এর স্থানীয় মান = ২ × ১০ = ২০


৪৬২০ এ ৬ এর স্থানীয় মান কত?

৪৬২০ এ ৬ এর স্থানীয় মান = ৬ × ১০০ = ৬০০


৩২১৪০ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান কত?

৩২১৪০ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান = ২ × ১০০০ = ২০০০

You may Vist Same type of English Website: Shadow Power 24

আরো পড়ুনঃ

👉  ব্যস্ত অনুপাত কাকে বলে?

👉  একান্তর কোণ কাকে বলে?

👉  সরলরেখা কাকে বলে? সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক কি?

👉  প্রকৃত মান কাকে বলে?

👉  লগারিদম কাকে বলে?

👉  রেখাংশ কাকে বলে?

👉  উপাত্ত কাকে বলে? উপাত্তের বৈশিষ্ট্য, উপাত্তের প্রকারভেদ

👉  পরিসীমা কাকে বলে?

👉  ফাংশন কাকে বলে?

👉  বিন্দু কাকে বলে?

👉  বর্গমূল কাকে বলে?

👉  লেখচিত্র কাকে বলে? লেখচিত্রের শ্রেণিবিভাগ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url