প্রমাণ তাপমাত্রা ও চাপ কি? (Standard Temperature and Pressure)

প্রমাণ তাপমাত্রা ও চাপ কাকে বলে?

NTP

তাপমাত্রা ও চাপের ভিন্ন ভিন্ন পরিবর্তনের ফলে বিভিন্ন গ্যাসের আয়তন ভিন্ন ভিন্ন ভাবে পরিবর্তিত হয়। এর ফলে গ্যাসমূহের আয়তনের তুলনা করা কষ্টকর হয়। এজন্য বিভিন্ন গ্যাসের আয়তনের তুলনা করার সুবিধার্থে তাপমাত্রা ও চাপের একটি নির্দিষ্ট মানকে প্রমাণ বা Standard হিসেবে বিবেচনা করা হয়। তাপমাত্রা ও চাপের এ মানগুলোকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা Standard temperature and pressure (STP) অথবা আদর্শ তাপমাত্রা ও চাপ বা normal temperature and pressure (NTP) বলে।

সাধারণত 0°C বা 273K উষ্ণতাকে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা এবং 1 atm বা 760 mm বা 101.325 kPa চাপকে আদর্শ বা প্রমাণ চাপ ধরা হয়। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 dm3

S.A.T.P

S.A.T.P দ্বারা প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ [Standard Ambient (Atmospheric Temperature & Pressure] বুঝায়। সাধারণভাবে বিশ্বব্যাপী বিবেচিত কক্ষ তাপমাত্রা অর্থাৎ 25°C তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ 1 atm বা 1.01 bar চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ S.A.T.P ধরা হয়ে থাকে। এখানে, উল্লেখ্য, 25°C উষ্ণতা ও  1.01 bar চাপে গ্যাসের আয়তন 22.8 dm3 পাওয়া যায়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url