সুপারপজিশন প্রতিবিম্ব কাকে বলে?

সুপারপজিশন প্রতিবিম্ব কাকে বলে?

মৃদু বা স্তিমিত আলোতে ঘাসফড়িংয়ের চোখে কোনো দর্শনীয় বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে সুপারপজিশন প্রতিবিম্ব (super position image) বলে।

মৃদু আলোতে রেটিনাল আবরণ ও আইরিস আবরণ সংকুচিত হয়ে যথাক্রমে ভিত্তি পর্দা ও কর্নিয়ার দিকে অপসারিত হয়। ফলে প্রতিটি ওমাটিডিয়ামের অধিকাংশ অংশ অনাবৃত হয়ে পড়ে। এ অবস্থায় দর্শনীয় বস্তুর কোনো বিন্দু থেকে আগত উলম্বিক রশ্মিগুলো নির্দিষ্ট ওমাটিডিয়ামের কর্নিয়ার মধ্যে দিয়ে সরাসরি র‌্যাবডোমে পৌঁছায়।

কিন্তু ঐ বিন্দু থেকে আগত তির্যক রশ্মিগুলো পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে প্রবেশ করে এবং অন্য র‌্যাবডোমে প্রবেশ করে। ফলে কোনো একটি ওমাটিডিয়ামে দর্শনীয় বস্তুর একাধিক বিন্দু থেকে আগত আলোকরশ্মি পতিত হয়ে একটি র‌্যাবডোমে পৌঁছায় এবং সম্পূর্ণ বস্তুটির একট অস্পষ্ট, সামাগ্রিক ও ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url