অমরা কি? অমরার কাজ

অমরা
যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাই অমরা।

অমরার কাজ
যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাই অমরা। অমরার সাহায্যে ভ্রূণ জরায়ুর গায়ে স্থাপিত হয়। ভ্রূণের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাদ্য অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করে। অমরা একই সাথে বৃক্ক ও ফুসফুসের মত কাজ করে। এছাড়াও অমরা থেকে এমন কতগুলো হরমোন নিঃসৃত হয় যা মাতৃদুগ্ধ উৎপাদন এবং প্রসব সহজ করতে সাহায্য করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url