যোজন ব্যান্ড কাকে বলে?

যোজন ব্যান্ড কাকে বলে?

পরমাণুর যোজন ইলেকট্রনগুলো যে শক্তির পাল্লার মধ্যে অবস্থান করে তাকে যোজন ব্যান্ড বলে।

পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। কঠিন বস্তুতে পরমাণুর যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্টা বা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলে।

একটি সাধারণ পরমাণুর দূরতম কক্ষপথের যোজন ব্যান্ডের ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি, কিন্তু এদের বন্ধনশক্তি সবচেয়ে কম। যোজন ব্যান্ড কখনও ইলেকট্রন শূন্য থাকে না। এই ব্যান্ড পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যোজন ব্যান্ড পূর্ণ থাকে। ফলে এ গ্যাসগুলো নতুন কোনো ইলেকট্রন গ্রহণ করতে পারে না। অন্যান্য পদার্থের ক্ষেত্রে এই ব্যান্ড আংশিক পূর্ণ থাকে। আংশিক পূর্ণ যোজন ব্যান্ড আরো কিছু সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে পারে। যোজন ব্যান্ডের ইলেকট্রন তড়িৎ পরিবহনে আংশিক করে না, কিন্তু যোজন ব্যান্ডের হোল তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url