অর্ধপরিবাহী কাকে বলে?

অর্ধপরিবাহী কাকে বলে?

যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে।

অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ হল সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, সালফাইড ইত্যাদি।

সুবিধামতো অপদ্রব্য মিশিয়ে অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি করা যায়।

অর্ধপরিবাহী বৈশিষ্ট্য

  • পরমশূন্য তাপমাত্রায় এরা অন্তরকের ন্যায় কাজ করে।
  • কক্ষ তাপমাত্রায় সাধারণত আপেক্ষিক রোধ 10-4 Ωm -10-2 Ωm এর মধ্যে থাকে।
  • অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য যোগ করলে মৃত্যুর বৃদ্ধি পায় এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়।
  • একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানো পর্যন্ত এর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়।
  • এদের পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য 1.1 eV বা এর চেয়ে কম।
  • কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ ও যোজন ব্যান্ড আংশিক খালি থাকে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url